বাজেটের উন্নয়ন খাতের ৪০ শতাংশ কৃষি, কৃষকের জীবিকা ও জীবনমান উন্নয়নে বরাদ্দসহ বিভিন্ন দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদ যশোর শাখার উদ্যোগে আজ সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সমন্বয়ক মিজানুর রহমানের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, দেশের উন্নয়নে কৃষক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। কিন্তু কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ মিলিয়ে মোট বাজেটে বরাদ্দ মাত্র ৪ শতাংশ। কৃষক উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায় না।
কৃষি উপকরণের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। দ্রব্যমূল্যের লাগামহীন দাম বৃদ্ধিতে কৃষকসহ দরিদ্র মানুষ দিশেহারা। এ অবস্থায় আসন্ন বাজেটের উন্নয়ন খাতের ৪০ শতাংশ কৃষি ও কৃষকের জীবিকা, জীবনমান উন্নয়নে বরাদ্দ রাখার দাবি জানান তারা। একইসাথে কৃষকের কাছ থেকে ৫০ লাখ মেট্রিকটন ধান ক্রয়, ধানসহ উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ, বীজসহ কৃষি উপকরণের দাম কমানো, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়।