পেট্রোল পাম্প মালিকদের ১০ দফা দাবিতে অর্ধদিবস কর্মবিরতি যশোরে

jessore map

দশ দফা দাবিতে যশোরের পেট্রোল পাম্প ব্যবসায়ীরা গতকাল সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। এ সময় সমস্ত ফিলিংস্টেশনে জ্বালানি তেল বিক্রি বন্ধ ছিল। পাশাপাশি থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ ছিল। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনের যশোর জেলা শাখার পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়েছে।

এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। কর্মসূচির মূল দাবিগুলোর মধ্যে রয়েছে: তেল বিক্রিতে কমিশন ন্যূনতম ৭ শতাংশে উন্নীতকরণ, কথিত লাইসেন্স বাণিজ্য বন্ধসহ মোট ১০ দফা বাস্তবায়নের দাবি জানানো হয়।

উল্লেখ্য, গত ১১ মে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচির ঘোষণা দেন সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। তিনি জানান, দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে হঠাৎ পেট্রোল পাম্প বন্ধ থাকায় যশোর জেলার বিভিন্ন স্থানে যানবাহন চালকদের মাঝে ভোগান্তির সৃষ্টি হয়েছে। বিশেষ করে পরিবহন খাত ও সাধারণ মানুষের মাঝে বিষয়টি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে।

এ ব্যাপারে রাজারহাট প্রাইম ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাকলরি পরিষদ খুলনা বিভাগীয় কোষাধাক্ষ এবং যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিদুল হক তোতনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়েছে। তবে কাঁচামাল পরিবহন, রোগী বহনকারী এম্বুলেন্স ও ফায়ার সার্ভিসে গাড়ি কর্মবিরতির আওতামুক্ত ছিল।