টাঙ্গাইল: ভূঞাপুর উপজেলায় পিকআপের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছে। বুধবার সকালে উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- উপজেলার অর্জুনা ইউনিয়নের তারাই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মো. আমীর আলী এবং অপর জনের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, আমীর আলী ভূঞাপুর-তারাকান্দী সড়কের তারাই গ্রামে রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় ভূঞাপুর থেকে ছেড়ে আসা একটি পিকআপ তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
অপরদিকে একই উপজেলার আগতেরিল্যা গ্রামে ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম মিয়া জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনা প্রসঙ্গে তিনি অবগত নন।