ওয়ান নিউজ বিডি ডট কম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেসক্লাব যশোরে আজ সকাল থেকেই এ আয়োজনে অংশ নেন যশোরের বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা। তাদের খন্ডখন্ড আড্ডা, শুভেচ্ছা বক্তব্য ও আশীর্বাণীতে মুখর হয়ে ওঠে প্রেসক্লাব। প্রতিটি আড্ডা আর বক্তব্যে ফুঁটে ওঠে গণমাধ্যমের সংগ্রাম-অগ্রযাত্রা।
দুপুরে অনাড়ম্বর এক অনুষ্ঠানে আলোচনা ও কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠানকে ঘিরে বাড়তি রঙ লাগে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়ান নিউজ বিডি ডট কম (www.onenewsbd.com) নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক আল মামুন শাওন। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
এর আগে ফুলের শুভেচ্ছা জানাতে আসেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগর, দৈনিক রানার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আর এম কবিরুল আলম দিপু বার্তা প্রধান প্রণব দাসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা স্তরের নেতৃবৃন্দ।
এসময় শুভেচ্ছা জানাতে আসা সুধীজনেরা ওয়ান নিউজ বিডি ডট কম (www.onenewsbd.com) প্রতিষ্ঠাবার্ষিকী শুভ কামনা করেন। একই সাথে উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন।