যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

las

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের সাতমাইল মানিকদী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেবেকা বেগম (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রেবেকা বেগম ওই গ্রামের মোকলেসুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বসতবাড়ির স্টিলের দরজায় বৈদ্যুতিক তার লিকেজ থাকায় রেবেকা বেগম স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।