নিষেধাজ্ঞা থেকে ফিরেই জোড়া গোল করলেন গুয়েরেরো

স্পোর্টস ডেস্ক: গেল বছরের নভেম্বরে ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় পেরুর অধিনায়ক পাওলো গুয়েরেরোকে ১২ মাস নিষিদ্ধ করে ফিফা। আপিল করলে নিষেধাজ্ঞা কমে হয় ৬ মাস। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালত তার নিষেধাজ্ঞা বাড়িয়ে ১৪ মাস করে দেয়। তাতে ৩৬ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেওয়া পেরুর হয়ে রাশিয়া বিশ্বকাপে তার খেলা অনিশ্চিত হয়ে যায়। কিন্তু এই নিষেধাজ্ঞার বিরুদ্ধেও আপিল করেন তিনি। আবেদনের প্রেক্ষিতে উঠে যায় তার নিষেধাজ্ঞা। ৩১ মে তিনি পেরুর হয়ে খেলার ছাড়পত্র পান।

রোববার রাতে সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামে পেরু। এই ম্যাচে পেরুর হয়ে খেলেন পাওলো। শুধু খেলেন বললে ভুল হবে, জোড়া গোল করে দলকে দুর্দান্ত এক জয় উপহার দিয়েছেন। ম্যাচের ৪১ ও ৬৪ মিনিটে গোল দুটি করেন তিনি। ২০ মিনিটে আন্দ্রে কারিলো করেন অপর গোল। তাতে সৌদি আরবের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে পেরু।

পেরু ১৯৮২ সালের পর বিশ্বকাপে খেলছে। বিশ্বকাপে তারা রয়েছে ‘সি’ গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, ডেনমার্ক ও অস্ট্রেলিয়া।