চাঁদ দেখা গেছে, শনিবার ঈদ

eid chadঢাকা: বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বিষয়টি নিশ্চিত করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। শুক্রবার জাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে- চট্টগ্রামের কক্সবাজারে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক বসে। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

কয়েকটি জেলায় ঈদের চাঁদ দেখা গেছে- এমন খবর কমিটির কাছে এসেছে জানিয়ে ধর্মমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

এদিকে, ঈদের নামাজ আদায়ের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রস্তুত হয়েছে জাতীয় ঈদগাহ ময়দান। জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহে ঈদের নামাজের ইমামতি করবেন বায়তুল মুকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

জানা গেছে, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটি ‘মাজলিসু রুইয়াতিল হিলাল’-এর বাংলাদেশের ৬৪টি জেলার এবং সীমান্তবর্তী এলাকার প্রতিনিধিরা অত্যন্ত সতর্কতার সাথে চাঁদ তালাশ করে কেন্দ্রীয় কমিটিতে তথ্য সরবরাহ করেন।
কেন্দ্রীয় কমিটির সভায় সিদ্ধান্ত হয়— শাওয়াল মাসের চাঁদ বাংলাদেশের কক্সবাজার জেলায় দৃশ্যমান হয়েছে।

এদিকে, গতকাল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। সেসব দেশে আজ পালিত হচ্ছে ঈদুল ফিতর। তাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় ঈদুল ফিতর পালিত হয়েছে।