অংশগ্রহণমূলক নির্বাচন হবে ধরে নিয়ে প্রস্তুতি নিন: দলীয় এমপিদের শেখ হাসিনা

hasina
ফাইল ছবি

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এমনটি ধরে নিয়েই দলীয় এমপিদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে তিনি এই পরামর্শ দেন বলে বৈঠকে অংশ নেয়া কয়েকজন এমপি নিশ্চিত করেছেন।

বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী এমপিদের বলেছেন, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে। বিএনপি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেবে। তাই এমপিদের নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করতে হবে। স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে দুরত্ব থাকলে তা কাটিয়ে ফেলতে হবে।

আওয়ামী লীগ সভানেত্রী দলীয় এমপিদের উদ্দেশে বলেন, নির্বাচনে কাকে প্রার্থী করা হবে সেটি বড় বিষয় নয়। দলীয় প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।
তার হাতে প্রত্যেক আসনের জরিপ রিপোর্ট আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই জরিপ আর তৃণমূলের ভোটে প্রার্থী চূড়ান্ত হবে। যাকে প্রার্থী করা হবে তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সভায় প্রধানমন্ত্রী এমপিদের সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরার পরামর্শ দেন। সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকের শুরতেই প্রধানমন্ত্রী আগামী ৮ই জুলাই জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত মহিলা আসনের মেয়াদ আরও ২৫ বছর বাড়াতে আনীত সংবিধান সংশোধন বিল পাশের দিন সবাইকে উপস্থিত থাকার নির্দেশ দেন।